আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩৫ জন।
সোমবার বাকির উল উলুম মসজিদে এ হামলা চালানো হয়। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফ্রাইদুন ওবাইদি জানিয়েছেন, প্রার্থণা করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে ২৭ জন নিহত হয়েছে।
গত জুলাইয়ে শিয়া হাজারা সম্প্রদায়ের একটি বিক্ষোভ মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এতে ৮০ জনের বেশি নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছিল।