
আফগান সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সদ্য ক্ষমতা দখল করা সশস্ত্র গোষ্ঠী তালেবান।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
তালেবানের বিবৃতিতে বলা হয়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আপনাদের সবার স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন শুরু করা উচিত।’
এদিকে কাবুল থেকে বিদেশি কূটনীতিকদের ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু হয়েছে। গতকাল সোমবার রাতে ফ্লাইট বন্ধ রাখা হয়।