ক্রীড়া ডেস্ক : আবারও ইনজুরিতে পড়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি।
অস্ট্রেলিয়ার ক্যারিনসে কাজলাই’স স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পান ইয়াসির। তার ইনজুরি নিয়ে এক অফিসিয়াল বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘ইয়াসির মেডিকেল বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তাকে দুই দিনের বিশ্রামে থাকতে হবে। তার ইনজুরি ততটা গুরুতর নয়। তবে টিম ম্যানেজম্যান্টে তাকে প্রস্তুতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।’
তবে অনুশীলনে সামান্য চোট পেলেও ১৫ ডিসেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান দলে থাকছেন ইয়াসির। ইয়াসির ছাড়া দলের অন্য সদস্যের নিয়ে পিসিবি জানিয়েছে, ‘স্কোয়াডের বাকিরা ভালো একটি টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে। তারা নির্ধারিত সময়ে অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করছে।’
অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান দল।