
খেলা ডেস্কঃ ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারদের র্যাংকিংয়ে চমক দেখালেন সাকিব আল হাসান। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ব্যাট করতে নেমে ১১২ রান করা আরেক অলরাউন্ডার মেহেদী মিরাজ তালিকায় ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।
র্যাংকিংয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবী (৩০২) ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২৮৭)।
সেরা অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ ৮ নম্বরে। তার র্যাটিং পয়েন্ট ২৩৩।