আবারো একসঙ্গে দুই খান

বিনোদন ডেস্ক : আবারো একসঙ্গে সিনেমায় অভিনয়ের আশাবাদ ব্যক্ত করেছেন শাহরুখ এবং সালমান খান। সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির  হয়েছিলেন তারা। সেখানেই সাংবাদিকদের এ কথা জানান এ দুই তারকা।

এর আগে করণ অর্জুন, হাম তুমহারে হ্যায় সনম এবং কুচ কুচ হোতা হ্যায় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও সালমান।

ফের কবে একসঙ্গে সিনেমায় তাদের দেখা যাবে? অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘সেটাও হবে। আমরা এখানে আছি। কেউ একজন সিনেমা নিয়ে আসলেই হবে, আমরা সেখানে অভিনয় করব।’

পাশেই ছিলেন সালমান। তিনি বলেন, ‘এটা হবে। যদি কোনো ভালো চিত্রনাট্যকার ভালো কিছু নিয়ে আসেন, আমরা অবশ্যই কাজ করব।’

শাহরুখ জানান, তাদের সঙ্গে কাজ করতে হলে পরিচালককে অনেক ধৈর্যশীলও হতে হবে।

সালমান এবং শাহরুখের মধ্যে ঠান্ডাযুদ্ধের কথা বলিপাড়ায় অনেক শোনা গেছে। কিন্তু আর তা নেই বলে জানিয়েছেন সালমান। দাবাং সিনেমা খ্যাত এ তারকা বলেন, ‘আমাদের মধ্যে যা হয়েছে, তা সবার জীবনেই ঘটে। কিন্তু এ নিয়ে অতিরিক্ত গুজব তৈরি করা হয়েছে। কিন্তু এটা আমাদের হাত ছিল না, এটি সম্পূর্ণ মিডিয়া এবং কিছু ভালোবাসার মানুষের অবদান।’

সিনেমার কাজের দিক থেকে শাহরুখ এখন ব্যস্ত ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এছাড়া জানুয়ারিতে মুক্তি পাবে তার রইস সিনেমাটি। অন্যদিকে সালমান বর্তমানে ব্যস্ত কবির খানের টিউবলাইট সিনেমার শুটিং নিয়ে। খুব শিগগিরই টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি।