আবার একসঙ্গে রণবীর-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটিদের একটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটি। প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় তাদের। এরপর বলতে গেলে পরস্পরের মুখ দেখা বন্ধ করেছিলেন তারা। সে সময় এ জুটির জাগ্গা জাসুস সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অবশ্য সিনেমাটির শুটিংয়ে অংশ নেন তারা।

সিনেমার শুটিং শেষ করলেও এর প্রচারণায় তারা থাকবেন কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। শোনা গিয়েছিল, একসঙ্গে জাগ্গা জাসুস সিনেমার প্রচারণায় থাকবেন না রণবীর-ক্যাটরিনা। তবে সকল গুঞ্জন উড়িয়ে গতকাল (৯ জুন) সিনেমাটির ‘গালতি সে মিসটেক’ গান প্রকাশনা অনুষ্ঠানে হাজির হন এ জুটি। ব্রেকআপের পর প্রথমবারের মতো একসঙ্গে জনসম্মুখে আসলেন তারা।

অনুষ্ঠানে রণবীর-ক্যাটরিনা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ক্যাটরিনার সঙ্গে সিনেমার প্রচারণা নিয়ে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ‘ক্যাটরিনা সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছে। সিনেমা যতটা আমার ততটা তারও। আমরা খুব ভালোভাবেই সিনেমার প্রচারণা করব এবং মুক্তি দিব। যখন আমরা কোনো সিনেমা তৈরি করি তখন সেটি অনেক ভালোবাসা ও যত্ন নিয়ে করি। আমরা যতটা সম্ভব ভালোভাবে এর প্রচারণা চালাব।’

জাগ্গা জাসুস সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। ২০১৪ সালে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।