ক্রীড়া ডেস্ক : লা লিগায় ঘরের মাঠে আবার হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় শুরু ম্যাচের ১২ মিনিটেই রিয়াল সমর্থকদের হতাশায় ডুবিয়ে এগিয়ে যায় লেভান্তে। গোল করে অতিথিদের লিড এনে দেন ইভান লোপেজ।
এগিয়ে যাওয়ার আনন্দটা অবশ্য খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেনি লেভান্তে। ৩৬ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান লুকাস ভাসকেজ। কিন্তু বাকি সময়ে আর গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে লেভান্তের এক খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার মার্সেলো।
আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল আছে পয়েন্ট টেবিলের চারে। সমান পয়েন্ট নিয়ে রিয়ালের ঠিক পরেই লেভান্তে।
রিয়াল মাদ্রিদের চিন্তার কারণ আছে আরো একটি। ২৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নিষেধাজ্ঞার কারণে এমনিতেই নেই ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে আবার বেনজেমার চোট নিশ্চিতভাবেই জিদানের কপালে চিন্তার ভাঁজ ফেলবে।