
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-১ আসনের বিএনপি দলীয় প্রাক্তন সংসদ সদস্য মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা বিচারিক আদালতে চলবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও এ কে এম ফজুলল হক। আব্দুল ওহাবের পক্ষে ছিলেন আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার আমিনুল হক।
পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বাতিল হয়ে গেছে। ফলে যশোরের বিশেষ আদালতে এ মামলা চলতে কোনো বাধা নেই।’
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ এপ্রিল আব্দুল ওহাবের বিরুদ্ধে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করে দুদক।