আমতলীতে করোনা ভাইরাসের সরঞ্জাম ক্রয়ের অনুদান প্রদান

এইচ এম কাওসার মাদবর: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও ষ্টাফদের ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।  সোমবার উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান অনুদানের টাকা প্রদান করেছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের প্রতিরোধে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ষ্টাফদের ব্যাক্তিগত সুরক্ষার কোন সরঞ্জাম ছিল না। সোমবার আমতলী উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের যৌথ উদ্যোগে চিকিৎসক ও ষ্টাফদের ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ অনুদানের নগদ টাকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ শংকর প্রসাদ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ শাহাদাত হোসেন।