আমরা এমন একটা দল যারা প্রত্যেকেই প্রতিনিয়ত উন্নতি করছি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর বাংলাদেশ দল শুভেচ্ছা বার্তায় এতটাই সিক্ত হয়েছিল যে, ভুলে যাওয়ার উপক্রম হয়েছিল সিরিজের একটি ম্যাচ বাকি! ঠিক উল্টোটা চট্টগ্রাম টেস্ট হারের পর।

সমালোচনা শুরু হয়ে গেছে মাঠ থেকেই! বোলিং নিয়ে কোনো অভিযোগ না উঠলেও ব্যাটিং নিয়ে প্রশ্নের শেষ নেই। পাশাপাশি বিষফোঁড়া হয়েছে ফিল্ডিং। সুযোগগুলো কাজে না লাগানোয় আক্ষেপ রয়েছে বাংলাদেশের। এ সময়টায় ভক্ত, সমর্থকদের পাশে চাইছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক বলেছেন, ‘আমরা একটা ম্যাচ ভালো করলে এত ওপরে উঠে যাই…আবার একটা খারাপ করলে এত নিচে নেমে যাই…বাংলাদেশ দলকে এভাবে ট্রিট করা ব্যক্তিগতভাবে আমি কখনোই এটাকে সমর্থন করি না। আমরা এমন একটা দল যারা প্রত্যেকেই প্রতিনিয়ত উন্নতি করছি, চেষ্টা করছি সব সময়। আমরা একটা জিতলেই বিশ্ব ক্রিকেটে বিরাট একটা শক্তি হয়ে যাইনি। আমরা দল হিসেবে এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। চেষ্টা করছি ওই জায়গায় যাওয়ার। আমার মনে হয়, সবাইকে ওই সাপোর্টটা দেওয়া উচিত। কারণ সমালোচনা করলে, সুযোগ না দিলে কোনো কাজ করা সম্ভব হবে না। তখন ভালো কোনো পদক্ষেপ নিতেও ভয় চলে আসবে। এ জায়গায় সবার সজাগ থাকা উচিত।’

সামনেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে বাংলাদেশ দল। মুশফিক বলেছেন, ‘সামনে আমাদের বেশ কিছু খেলা আছে। আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাব। শ্রীলঙ্কা এখানে খেলতে আসবে। গত আড়াই বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমি প্রতিশ্রুতি দিতে পারি এর থেকেও আমরা এক ধাপ ভালো খেলব। সব সময় জিততে না পারলেও যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এটা আমাদের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত। আমরা এভাবে খেলতে থাকলে ভবিষ্যতে আমরা আরো বেশি টেস্ট খেলার সুযোগ পাব।’