ক্রীড়া ডেস্ক : ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়। এরপর ভারতের সঙ্গে ৮টি টেস্ট খেলেছে। সবগুলোই বাংলাদেশের মাটিতে। ৮টির মধ্যে ৬টিতেই জিতেছে ভারত। দুটি ড্র হয়েছে। ১৭ বছরের মাথায় বাংলাদেশকে খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঐতিহাসিক এই টেস্ট। তার আগে আজ সকালে হায়দরাবাদে পৌঁছেছে ভারত দল। বিকেলে তারা অনুশীলন করেছে। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি জানিয়েছেন বাংলাদেশকে হালকাভাবে নিতে পারে না ভারত। কারণ, উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশও ভালো খেলছে।
পূজারা বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে তারা বেশ ভালো খেলছে। সম্ভবত বর্তমান সময়ে যে দলটি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছে সেটা বাংলাদেশ। আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিতে পারি ন। একইসঙ্গে ২০১৬ সালে আমরাও কিন্তু ভালো ক্রিকেট খেলেছি। আমরা সেটার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দল। আমরা সেটা ধরে রাখার চেষ্টা করব। ২০১৬ সালে আমরা যেরকম ভালো ক্রিকেট খেলেছি, ২০১৭ সালেও তেমনটাই খেলার চেষ্টা করব।’
তবে পূজারা বিশ্বাস করেন ভালো ক্রিকেট খেলতে পারলে তারা বাংলাদেশকে হারাতে পারব, ‘বাংলাদেশের বিপক্ষে কোন কৌশলে খেলব সেটা নিয়ে টিম মিটিংয়ে পরবর্তীতে কথা হবে। তবে কোনো স্ট্রাটিজি নয়, ভালো ক্রিকেট খেলতে পারলে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশকেও হারানো সম্ভব।’
পূজারা মনে করছেন কন্ডিশন বাংলাদেশ কিংবা ভারতকে সুবিধা দিবে না। কারণ, উপমহাদেশের কন্ডিশন প্রায় একইরকম, ‘আমি মনে করি কন্ডিশনের ক্ষেত্রে উভয় দল সমান সুবিধা পাবে। কারণ, আমরা যখন বাংলাদেশ সফর করেছিলাম তখন সেখানেও একই কন্ডিশন পেয়েছিলাম। আমি মনে করি না কন্ডিশন বাংলাদেশের জন্য খুব একটা সমস্যা হবে। এখানে যারা ভালো খেলবে তাদেরই ম্যাচ জয়ের সুযোগ থাকবে।’