আমরা ভালো অবস্থানে আছি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: সিরিজ নির্ধারণী চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে না থাকলেও ভালো অবস্থানে আছে বলে মনে করেন সাব্বির রহমান।

টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। মুশফিকুর রহিম ৬২ এবং নাসির হোসেন ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সোমবার প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাব্বির বলেন,‘আমরা ভালো অবস্থানে আছি। দিনটা ভালো গেছে। ২৫৩ করেছি। উইকেট একটু বেশি পড়ে গেছে। প্রথম দিনে ভালো খেলেছি, এটিই খুশির ব্যাপার। এটিই অর্জন আমাদের। দ্বিতীয় দিনে ভাল খেলার চেষ্টা করব।’

দলপতি মুশফিক এবং নাসির দলকে দ্বিতীয় দিনও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস সাব্বিরের। ঢাকা টেস্টে দলে ফেরা নাসির ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এরই মধ্যে তারা ৩১ রানের জুটি গড়েছেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভালো করতে পারলে বাংলাদেশ বড় সংগ্রহ পাবে তা বলার অপেক্ষা রাখে না। সাব্বির বলেছেন,‘৬ উইকেট পড়েছে আমাদের। এখনও মুশফিক (ভাই) আছে, নাসির আছে। আমাদের সবাই রান করতে পারে। তারা ভালো করবে।’

চট্টগ্রামের উইকেটে কত রান নিরাপদ তা বলতে পারেননি সাব্বির। তবে শেষ ব্যাটসম্যানদের থেকেও রান প্রত্যাশা তার,‘এই উইকেটে কত রান নিরাপদ, এটা আমি বলতে পারব না। যতক্ষণ খেলা যায়, আমাদের ১১ জনই রান করতে পারে। সবাই চেষ্টা করে রান করতে।’