আমরা যে অর্জন দেখছি সে বিষয়ে কথা বলা কনজারভেটিভদের নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘আমি হতোদ্যমী নই।’ মঙ্গলবার চীন সফর শুরুর আগে থেরেসার কাছে তার রাজনৈতিক ভবিষ্যত বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেছেন। বাণিজ্যিক মিশনে চীন সফরের প্রাক্কালে ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের উড়োজাহাজে বসে মঙ্গলবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন থেরেসা মে। এসময় ব্রেক্সিট ইস্যু, দলীয় নেতৃত্বে ক্ষেত্রে তার বিরুদ্ধে পার্লামেন্টের পেছনের সারির এমপিদের অনাস্থা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়।

মে তার সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বলেন, ‘আমরা যে অর্জন দেখছি সে বিষয়ে কথা বলা কনজারভেটিভদের নিশ্চিত করতে হবে।

এসময় তিনি মজুরি বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, শিক্ষাক্ষেত্রে অর্জন, জাতীয় আয় বৃদ্ধির বিষয়ে কথা বলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এসব জিনিস জনগণের দৈনন্দিন জীবনে ব্যাপক পার্থক্য বয়ে আনছে।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন কি না জানতে চাইলে মে জানান, এটি অনুমান নির্ভর বিষয়, যা নিয়ে তিনি এখন ভাবতে চাচ্ছেন না।

তিনি বলেন, ‘আমরা এখন সরকারে আছি। আগামী জাতীয় নির্বাচন ২০২২ সালে। ব্রিটিশ জনগণ ব্রেক্সিট বাস্তবায়নে সরকারকে যে দায়িত্ব দিয়েছে আমরা এখন সেটি করছি।’