নিজস্ব প্রতিবেদক : আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক পিছিয়ে পড়ছি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডিজিটাল ওয়ার্ল্ন্ডে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই। সরকার আমাদের অনেক সুবিধা দিয়েছে। কিন্তু আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি না। আমাদের উচিত এর সঠিক ব্যবহার করা। আমাদের আমলাতন্ত্রের নেতৃত্বে জটিলতা রয়েছে, আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই বলে আমরা পিছিয়ে পড়ছি।’
আজ দ্বিতীয় দিনের মতো চলছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর চতুর্থ আসর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে বড় আয়োজন এটি। ২০১২ সালে প্রথম এর যাত্রা শুরু হয়। এরপর ২০১৩ সালে করা হয়নি। ২০১৪ সালে এটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়। এরপর ২০১৫ সালেও সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় পরিসরে ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানের প্রস্তাবিত বাজেট নয় কোটি টাকা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।