
বিয়ের কথা প্রকাশ্যে আসার পরপরই গুঞ্জন ওঠে বিয়ের কারনেই নাকি সিনেমা ছেড়ে দিচ্ছেন নায়িকা আঁচল। এই গুঞ্জনকে উপেক্ষা করে তিনি বলেন আঁচলকে একজন নায়িকা হিসেবে সৃষ্টি করেছে এ চলচ্চিত্র পরিবার। আমি ফিল্ম পরিবারকে অনেক বেশি ভালোবাসি,সেই পরিবারকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। সারা জীবনই এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক থাকবে।
তিনি আরও বলেন, অভিনয় ছেড়ে দিব এ কথা একটু ও সত্যি নয়। আমি কোথাও বলিনি অভিনয় ছেড়ে দেব। আসলে এসব মুখরোচক কথা। অমি খুবই জেন্টেল একজন মানুষ, সে আমাকে সিনেমায় কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। তার কারনে আমার অভিনয়ের বিষয়টি গতিশীল হবে। কেউ যদি মনে করেন, বিয়ের কারণে আমাকে অভিনয় করতে সমস্যায় পড়তে হবে, তাহলে বলব একেবারে ভুল।
বিয়ের পর হজ্জ করতে যাচ্ছেন তা হলে কি সে কারনে অভিনয় ছেড়ে দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে একঝাঁক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন,হজে যাওয়ার সঙ্গে সিনেমা ছাড়ার সম্পর্ক কী? আর হজ তো শিগগিরই করতে যাচ্ছি না। প্রথমে আমার মা-বাবাকে হজ করাব, তারপর আমি করব। আগে বাবা-মায়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। এটা একান্তই পারিবারিক ও ধর্মীয়, এর সঙ্গে সিনেমাকে টেনে আনার প্রয়োজন কী?
তিনি কণ্ঠশিল্পী অমির সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে বলেন, এখন প্রেম করছেন আগামী বছর বিয়ে করবেন সবাইকে জানিয়ে।