আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মানবাধিকার সম্পর্কে লেকচার না দেওয়া আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, লাওসে আসিয়ান সম্মেলনে মানবাধিকার ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে যে কোনো ধরণের বক্তৃতা দেওয়া মানে তাকে ও ফিলিপাইনের জনগণকে অসম্মান করা। সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সম্মেলনে মানবাধিকার ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র প্রশ্ন করলে কী জবাব দিবেন সাংবাদিকরা জানতে চাইলে দুতের্তে বলেন, ‘ আপনাদের (যুক্তরাষ্ট্রকে)অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। আপনারা কেবল প্রশ্ন ছুঁড়বেন না আর বিবৃতি দেবেন না। বেশ্যার ছেলেরা, আমি সম্মেলনে তোমাদের ওপর অভিশাপ দেব।’ তিনি বলেন, ফিলিপাইন কোনো করদ রাজ্য নয়। আমরা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিলাম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মেলনে ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতি ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলতে পারেন। এ দিকে দুতের্তের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ কেবল ফিলিপাইনের জনগণ ছাড়া আমি অন্য কারো কথার জবাব দেই না। আমি তার (ওবামা) পরোয়া করি না। সে কে?’ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে দুতের্তে বলেন, ‘শেষ মাদক উৎপাদনকারীকে হত্যা না করা পর্যন্ত এ অভিযান চলবে। আমি এবং আমরা এটা অব্যাহত রাখবো। কেউ আমার আচরণ পর্যবেক্ষণ করছে সে বিষয়ে আমি কোনো পরোয়া করি না।’