‘আমাদের সবার লক্ষ্য ম্যাচ জেতা’

খেলা ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আসন্ন এ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজ শুরুর ঠিক আগের দিন বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

এ সিরিজে সাকিব আল হাসান ছুটিতে থাকায় নেতৃত্ব দেবেন লিটন। তিনি বলেন, ‘আমাদের মাইন্ড গেম খেলতে হবে। দেখি কতটুকু সফল হওয়া যায়। আমরা গত দুই দিন অনুশীলন করতে পারিনি। অনুশীলন ছাড়াই হয়তো মূল ম্যাচ খেলতে হতে পারে। মানসিকভাকে ঠিক থাকতে হবে।’

এর আগে ২০১০ ও ২০১৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবারের সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে প্রথমে ম্যাচ জেতা। এরপর সিরিজের চিন্তা করা যাবে। ওদেরও বাংলাদেশের মতো একই লক্ষ্য থাকবে। আপনি ১০০ করলেন, পাঁচ উইকেট পেলেন, দিন শেষে ম্যাচ না জিতলে ওই মূল্য থাকে না।’

অন্তর্বতীকালীন এই অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই সব খেলোয়াড় চাইবে পারফর্ম করতে। আবার আপনি একদিনে সবাইকে পারফর্ম করাতেও পারবেন না। হয়তো এক-দুজন পারফর্ম করবে, এটাই ক্রিকেট, এটাই হবে, এটাই হয়ে আসছে। সবার চেষ্টা থাকবে পারফর্ম করা। যেদিন যার ভাগ্য ভালো থাকবে পারফর্ম করবে। তবে সবার লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’