আমার নাম খান ও আমি সন্ত্রাসী নই

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান টেলিভিশন (পিটিভি) ভবনে ২০১৪ সালে হামলার ঘটনায় চারটি মামলার সবগুলো থেকে জামিন পাওয়ার পর বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ সিনেমার সংলাপ দিয়ে টুইট করেন ইমরান খান।

ডন নিউজের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তারপূর্ব জামিন আবেদন গ্রহণ করেন।

পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান মঙ্গলবার এক টুইটে বলেছেন, ‘আমার নাম খান ও আমি সন্ত্রাসী নই।’

 

রায়ের পর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে, আমি সাদিক (বিশ্বাসী) ও আমিন (ধার্মিক), সন্ত্রাসী নই। আমি আইনের প্রিয়পাত্র, কারণ আমি আইন মেনে চলি।’

দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি যে পথ সুবিবেচনার মধ্য দিয়ে যেতে পেরেছি, নওয়াজ শরিফ তার অর্ধেকও পার হতে পারেননি। আমার জীবনে আমি কখনো চুরি করিনি।’

গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০১৪ সালের আগস্ট মাসে পিটিআই ও তাদের মিত্র পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি)-এর কর্মী-সমর্থকরা অভিজাত ও কঠোর নিরাপত্তা বলয় রেড জোনে পিটিভির কার্যালয়সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায়।