বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমায়রা দাস্তুর। বলিউডে সর্বশেষ ইমরান হাশমির বিপরীতে মি. এক্স সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও বক্স অফিসে ব্যর্থ হয়েছে সিনেমাটি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা কুংফু ইয়োগা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আমায়রা। এ সময় নিজের অভিনয় ক্যারিয়ার এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি কোন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কোনটিতে করেন না সে বিষয়েও কথা বলেছেন তিনি।
আমায়রা দাস্তুর বলেন, ‘আমার সবচেয়ে সবল দিক হলো আমি খুব সহজেই কাঁদতে পারি। এটি আমাকে নাটকীয় দৃশ্যগুলোতে ভালো করতে সাহায্য করে। আমার দুর্বল দিক হলো রোমান্টিক চরিত্র। পর্দায় রোমান্স করাটা আমার কাছে খুবই কঠিন মনে হয় যদিও এ ঘরানার কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। আমি জানি না ভালোবাসা কী, আর সত্যিকারের ভালোবাসার কোনো অভিজ্ঞতাও আমার নেই। আমার মতে, মিথ্যাভাবে রোমান্স করাটা কঠিন।’
আমায়রা দাস্তুর ছাড়াও কুংফু ইয়োগা সিনেমায় অভিনয় করছেন জ্যাকি চ্যান, সোনু সুদ, দিশা পাটানি প্রমুখ। স্ট্যানলি টং পরিচালিত সিনেমাটি ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে।