বিনোদন ডেস্ক : বলিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আমির খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ পর্যন্ত কোনো সিনেমায় জুটিবদ্ধ হননি তারা। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে আমিরের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
শোনা যায়, সিনেমার নাম স্যালুট। এতে রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করবেন আমির। অন্যদিকে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সিনেমাটি পরিচালনা করবেন মহেশ মাথাই। তবে এতে প্রিয়াঙ্কার অভিনয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার মা মধু চোপড়া।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মধু চোপড়া বলেন, ‘আমি সর্বশেষ ব্যক্তি যে এটি সম্পর্কে জানলাম। গুঞ্জন ছড়ানো বন্ধ করুন। এ ব্যাপারে আমি কিছু শুনিনি।’
আপাতত বলিউড সিনেমার জন্য প্রিয়াঙ্কার সময় নেই জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা আগামী মাসে কোয়ান্টিকো টিভি সিরিজের শুটিং শুরু করবে এবং এটি ৮-৯ মাস চলবে, হয়তো এরপর দেখা যাবে।’
বলিউড সিনেমায় আপাতত অভিনয় না করলেও একাধিক হলিউড সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এর মধ্যে রয়েছে ইজন্ট ইট রোমান্টিক? সিনেমা। এতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন-রেবেল উইলসন, লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডেভিন।
এছাড়া অ্যা কিড লাইক জেক সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ড্যানিয়েল পার্লসের একই নামের নাটক অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেত্রী। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন জিম পারসন্স। জনপ্রিয় টিভি সিরিজ ‘বিং ব্যাং থিওরি’ তে শেলডন কুপার চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া আরো দেখা যাবে- ক্লেরে ডান্স, অক্টাভিয়া স্পেনসার, অ্যান দউদ এবং মিশেলা ওয়াটকিন্সকে।