
২০০১ সালে লগান সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে নাম লেখান আমির খান। এরপর জানে তু ইয়া জানে না, তারে জমিন পার, দিল্লি বেলি, দঙ্গলসহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। সিনেমাগুলোর বেশিরভাগই বক্স অফিসে ভালো ব্যবসা করে।
আমির খান প্রযোজিত পরবর্তী সিনেমা সিক্রেট সুপারস্টার। প্রযোজনার পাশাপাশি সিনেমাতে অভিনয়ও করছেন আমির। এতে অভিনয় করছেন দঙ্গল সিনেমায় আমিরের সহ-অভিনয়শিল্পী জাইরা ওয়াসিম।
একটি মেয়ে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। কিন্তু স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি। শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে তার গান প্রকাশ করে রাতারাতি জনপ্রিয়ও হয়ে ওঠে সে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিক্রেট সুপারস্টার সিনেমাটি।
সিক্রেট সুপারস্টার সিনেমায় জাইরা ওয়াসিম ছাড়াও অভিনয় করছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।