
বলিউডে দক্ষিণী অভিনেতাদের পদচারণা ক্রমেই বাড়ছে। বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার শিডিউল পাওয়া পরিচালকদের কাছে চাঁদ আনার সমান। এবার সেই দীপিকাই এক দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। নিজের মুখেই সংবাদমাধ্যমে জানাচ্ছেন সে কথা।
এ কথা শোনা মাত্র নেটিজেনদের অনেকে ভাবছেন আল্লু অর্জুনের সঙ্গে কি কাজ করতে চাচ্ছেন? কিন্তু নেটিজেনদের ধারণা ভুল প্রমাণ করে দীপিকার পছন্দের তালিকায় রয়েছেন জুনিয়র এনটিআর।
সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আশা করি, আমার বলা কথা কারও মধ্যে বিরোধ তৈরি করবে না। তবে আমি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চাই। আল্লুর সঙ্গেও কাজ করতে চাই; কিন্তু এনটিআরকে নিয়ে আমি এ মুহূর্তে অবসেসড। ওনার পারসোনালিটি মারাত্মক।’ রাখঢাক না-করেই দীপিকা এ-ও জানান, বাহুবলি ও আরআরআর পরিচালক রাজামৌলীর সঙ্গেও কাজ করতে চান তিনি।
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’। সেখানেও রয়েছেন দুই দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ। সিনেমাটিতে রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগনও। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, এ সিনেমায় ২০ মিনিটেরও কম সময়ের জন্য রয়েছেন আলিয়া। অন্যদিকে এই সিনেমার জন্য় মাত্র সাত দিন শিডিউল ছিল অজয় দেবগনের।