
রেজাউর রহমান চৌধুরীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আমেনা রহমান ফাউন্ডেশন। বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমানের অর্থায়নে আমেনা রহমান ফাউন্ডেশনের পক্ষে সাধারণ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন আলহাজুর রহমান চৌধুরী।
এসময় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমেনা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস রাশিদা রহমান চৌধুরী।
আলহাজুর রহমান চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আমেনা রহমান ফাউন্ডেশন আমার দাদীর নামে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা। আমরা প্রতি বারই সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। আমরা এবার রমজানে ঢাকায় শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিরতণ করেছি। ইতফার দিয়েছেন সাধারণ মানুষের মাঝে। মাস্ক বিতরণ করেছি। ভোলায় ত্রাণ সহায়তা প্রদান করেছি। মানিকগঞ্জে চাল, ডাল, সেলাইসহ ঈদ বাজার বিতরণ করেছি।
তিনি আরো বলেন, আজ কিছু মানুষের জন্য সামান্য ঈদ উপহার নিয়ে হাজির হলাম। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমার পরিবার যেন এভাবে মানুষের পাশে থাকতে পারে। আল্লাহ্ তায়লা যেন আমার বাবা-মা, আত্মীয়স্বজন, ভাই-বোন এভাবে মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। কবরে শায়িত সকলের পিতা-মাতার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার শ্রদেয় দাদা-দাদী জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থণা করি যেন সকলের মা-বাবাকে নেক হায়াত দান করেন। ঈদে সকলে মাস্ক পড়ুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বার বার হাত ২০ সেকেন্ড ধরে ধৌত করুন। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক