
নিজস্ব প্রতিবেদকঃ চুক্তিতে আরও দুই বছর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকছেন মো. নূরুজ্জামান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার (২৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে তার এই চুক্তির মেয়াদ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান চুক্তিতে সংসদ সচিবালয়ে কর্মরত রয়েছেন।
অপর আদেশে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী কমিশনার মো. সাইমুর রশিদ খানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে।