সাতক্ষীরা প্রতিনিধি : বঙ্গোপসাগরের হাতিয়া উপকূলে ট্রলার ডুবিতে নিহত আরো তিন বাংলাদেশি জেলের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার দুপুর আড়াইটার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোমরা স্থলবন্দর দিয়ে লাশগুলো বিজিবির কাছে হস্তান্তর করেন।
তবে ফেরত আসা লাশগুলোর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় ঘোজাডাঙ্গা বিএসএফর কোম্পানি কমান্ডার শিবদত্ত সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনির কাছে লাশগুলো হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঘোজাডাঙ্গা বিএসএফের কোম্পানি কমান্ডার শিবদত্ত, ভারতের পাথর প্রতিমা থানার এসআই কাত্তিক মুখার্জী, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি প্রশান্ত ঘোষ ও বাংলাদেশের পক্ষে ছিলেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি, ভোমরা ইমিগ্রেশন ওসি সুব্রত কুমার, সাতক্ষীরা সদর থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ।
ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো সাতক্ষীরা সদর থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে এসব জেলে নিহত হন। এর আগে নিহত অপর সাত বাংলাদেশি জেলের লাশ গত ১ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। লাশগুলো ওইদিন সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি কবরস্থানে দাফন করা হয়।