নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আরো চার বিশিষ্ট জনের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
বুধবার বেলা ১১টা ৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট চার ব্যক্তি হলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদের অংশগ্রহণের কথা থাকলেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা বিচারাধীন থাকায় গতকাল তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।
এর আগে ইসি গঠনে গত ৩০ জানুয়ারি জাজেস লাউঞ্জে দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।