আরো ১০-১৫ রান না পাওয়ায় কিছুটা আক্ষেপে

ক্রীড়া প্রতিবেদক : টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের নবম বলে প্রথম রানের স্বাদ পায় বাংলাদেশ। শুরুটা ধীরগতির হলেও শেষটা দারুণ করেছে। স্বাগতিক ইংল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে টাইগাররা।

বাংলাদেশের ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ব্যাট হাতে ১২৮ রানের ইনিংস উপহার দেন দেশসেরা ওপেনার। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৭৯ রান। তৃতীয় উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান ১৬৬ রানের জুটি গড়েন, যা এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তিনশ ছাড়ানো পুঁজি পেলেও ইনিংস শেষে তামিমের কন্ঠে হতাশার সুর। স্কোরবোর্ডে আরো ১০-১৫ রান না পাওয়ায় কিছুটা আক্ষেপে পুড়ছেন সেঞ্চুরিয়ান তামিম।

ইনিংস শেষে ধারাভাষ্যকার ইয়ান বিশপকে তামিম বলেন, ‘আরো ১০-১৫ রান পেলে ভালো হতো। ব্যাটিং করার জন্য দারুণ কন্ডিশন। ফিল্ডিংয়ে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

নিজের ইনিংস নিয়ে তামিম বলেন, ‘শুরুতে বল পেস হচ্ছিল। আবার থেমে থেমে আসছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক। দলের হয়ে অবদান রাখতে পেরেছি, সেজন্য ভালো লাগছে।’

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি ওভালের মাটিতে তুলে নিয়েছেন তামিম। ২০১৫ বিশ্বকাপের পর তামিম ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দারুণ সময় পর করছেন। আজকেররিসহ তুলে নিয়েছেন ৫ সেঞ্চুরি। অথচ ২০১৫ বিশ্বকাপের আগে ১৪০ ওয়ানডেতে তামিমের সেঞ্চুরি ছিল মাত্র ৪টি।

নিজের ব্যাটিংয়ের পরিবর্তন নিয়ে তামিম বলেন, ‘সব সময় দলের হয়ে অবদান রাখতে চাই। মানসিকতার পরিবর্তন এসেছে। শুরুটা ভালো হলে সব সময় চিন্তা করি ইনিংসটিকে বড় করার।’