গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুলিশ ভ্যান থেকে শাকিল মিয়া (২৭) নামে এক আসামি পালানোর ঘটনায় পুলিশের আরো দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়। এর আগে বুধবার রাতে ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।
প্রত্যাহারকৃতদের মধ্যে দুইজন এটিএসআই ও ছয়জন কনস্টেবল। তারা গাইবান্ধা জেলা জজ আদালতে দায়িত্বরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ ৮ পুলিশ সদস্যের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব-কর্তব্যে অবহেলার দায়ে তাদের প্রত্যাহার করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সোমবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিলকে ইয়াবাসহ আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
পরদিন মঙ্গলবার বিকেলে শাকিলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় কোর্ট পুলিশ ভ্যানে করে জেলা কারাগারে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় শাকিল ।
তিনি আরো জানান, এ ঘটনায় কোর্ট পুলিশের (এটিএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পলাতক শাকিলকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।