নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দারুস সালাম থানায় আরো দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে এ ঘটনায় মামলার সংখ্যা দাঁড়াল পাঁচ। দুই মামলার মধ্যে একটি হত্যা মামলা ও অন্যটি পুলিশের কাজে বাধা দেওয়ার দায়ে।
হত্যা মামলার বাদী হয়েছেন দারুস সালাম থানার উপপরিদর্শক মাসুদ মিয়া। এ মামলায় অজ্ঞাত হিসেবে ৮০০ জনকে আসামি করা করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার এসব বিষয় নিশ্চিত করেছেন দারুস সালাম থানার অফিসার ইনচার্জ সেলিমুজ্জামান।
তিনি বলেন, ধর্মঘটের নামে গত মঙ্গল ও বুধবার গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকদের চালানো তাণ্ডবের ঘটনায় পৃথক ৫টি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা রয়েছে। চারটি মামলা করেছে পুলিশ। একটির বাদী ফেরদৌসি নামের এক নারী। বৃহস্পতিবার দায়ের করা পুলিশের একটি মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অপর মামলায় অজ্ঞাত হিসেবে কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে।