ক্রীড়া ডেস্ক : নয়টি অলিম্পিক সোনা জয়ী উসাইন বোল্টের নামের পাশে যোগ হলো আরেকটি অর্জন।
রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন জ্যামাইকান গতিদানব। এই পুরস্কারটি তার চেয়ে বেশিবার ইতিহাসের আর কোনো অ্যাথলেট জিততে পারেননি!
২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন বোল্ট, পরের বছর আবার। মাঝে ২০১০ বিরতি দিয়ে তিনি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার জেতেন এই পুরস্কার। এ বছর জিতলেন রেকর্ড ষষ্ঠবার।
আইএএএফ বর্ষসেরা নারী অ্যাথলেটের পুরস্কার জিতেছেন রিও অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটারে সোনা জেতা ইথিওপিয়ার আলমাজ আয়ানা। মোনাকোতে পরশু রাতে তাদের হাতে পুরস্কার তুলে দেন আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোয়ে।
বোল্ট রিওতে ১০০ ও ২০০ মিটার দৌড় ও ৪*১০০ মিটার রিলের সোনা জেতেন। ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই তিন ইভেন্টে সোনা জিতেছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেট।