ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নবনির্মিত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর পৌনে ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পাওয়ার প্ল্যান্টটির উদ্বোধন করেন। নতুন এ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়ালো দেড় হাজার মেগাওয়াট।
পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির প্রমুখ।
বিদেশি ঋণ সহায়তায় ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ এর নির্মাণ কাজ। ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল থেকে ৪৪৪ কোটি টাকা যোগান দেওয়া হয়েছে। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত ২২ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।