নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে।
বুধবার সকালে দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে এসে ঢাকা জেলার ভারপ্রাপ্ত প্রশাসক ডা. সারোয়ার বারী এ আশ্বাস দেন। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও নিহতের স্বজনদের সমবেদনা জানান।
তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হয়তো ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করা হবে। আপাতত আমরা নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় আঁখি (১৪) নামে এক কিশোরী মারা যান।