নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো হুমকি নেই।
রাজধানীর প্রতিটি পূজা ম-পে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ২২৬টি ম-পে কমিটি গঠন করা হয়েছে। ম-পে আর্চওয়ে গেট বসানো হবে, এছাড়া থাকবে সিসিটিভি ক্যামেরা। গোয়েন্দা কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ম-পে ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। ব্যাগ, ছুরি, দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। এছাড়াও আতশবাজি ফোটানোতেও নিষেধাজ্ঞা রয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করবে না এমনটিই আশা করছি।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোন হুমকি নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর থাকবে। পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সব কিছু মাথায় রেখেই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’