
মাধবদী প্রতিনিধি: মাধবদীতে একাধিক মামলার আসামি, শীর্ষ ডাকাত শাহ্ আলমকে ধরতে গিয়ে তার সহযোগীদের হামলায় আহত হয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। এ ঘটনায় ডাকাত শাহ্ আলমসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। এসময় শাহ আলমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমকে ধরতে আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামের একটি ঘরে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায় এবং একরাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধরে ফেললে ডাকাত শাহআলম ওসি সৈয়দুজ্জামানের মাথায় আঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের কাছ থেকে পিস্তলসহ ৫ রাউন্ড গুলি ও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির সহ খোসা উদ্ধার করা হয়।