আসিফ মাহতাব ও আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদ মিয়া। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৭ জুলাই রাতে আসিফ মাহতাবকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে ডিবিপ্রধান জানান, নিরাপত্তার স্বার্থে আসিফকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে ২৮ জুলাই ভোরে তার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠে। পরে বিষয়টি নিশ্চিত করে ডিবি।

আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।