আহত হয়েছেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক : আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা রজনীকান্ত। ‘রোবট-টু’ বা ‘২.০’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এ সিনেমার শুটিং সেটে পড়ে গিয়ে আহত হন এই অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের চেন্নাইয়ে ‘রোবট টু’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। শুটিং চলাকালে হঠাৎ পড়ে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান তিনি। তারপর তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে রজনীকান্তের ভক্তদের জন্য আনন্দের খবর হলো আঘাতটা গুরুতর নয়। চিকিৎসা শেষে আবার শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া-জাগানো অ্যাকশন সিনেমা ‘রোবট’। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল ‘রোবট-টু’। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘২.০’। এ সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকেও। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।