রেজাউর রহমান চৌধুরীঃ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি রোধ বা মহামারি “করোনা” অনেকে কাজ হারিয়ে হয়েছেন বেকার, বাসায় নেই খাবার কারো কাছে হাত পাতা যাচ্ছে না সামাজিক লজ্জার কারণে। আজ হয়তো সৃষ্টিকর্তা পরীক্ষা করেছেন আমাদের, আমাদের ঈমানের। মৃত্যুর পর তো কিছুই সাথে নিয়ে যেতে পারবো না। তাই বলে সবদান করে দিবো? না আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু পারেন দান করুন।
চাইলে আপনার যাকাতের টাকা বা ফেতরা যেভাবে ভেবে দান করুন, আপনার সাহায্যের অর্থ দিয়ে আমরা কিছু অসহায় মানুষকে সাহায্যে করতে চাই এগিয়ে আসুন। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। মহান সৃষ্টিকর্তা বাচিয়ে রাখলে আমরা আবারো ফিরে পাবো সুন্দর পৃথিবী। আমিন
অনুদানের অর্থ পাঠাবার ঠিকানাঃ
বিকাশ, রকেট, নগদ
০১৯৮৯০৯৮৫৩০ (পারসোনাল)