আড়াই ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাত ১০টার সময় একই কারণে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টায় আবার যানবাহন চলাচল শুরু হয়।

হাইওয়ের মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সকাল সাড়ে ৭টায় কুয়াশা কিছুটা কমে যাওয়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে আড়াই ঘণ্টা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।