সচিবালয় প্রতিবেদক : আয়কর দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আয়কর বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ঢাকা-৪ অঞ্চলের কর কমিশনার রাধেশ্যাম রায় কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে কর দেওয়ার নিয়মাবলী ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে তথ্য সচিব বলেন, করের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর দেওয়াকে তাদের কাজের অংশ হিসেবে গণ্য করতে হবে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ, মনজুরুর রহমান, শাহজাদী আঞ্জুমান আরা ও রোকসানা মালেক এবং যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ নূরুল ইসলামসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।