আ.লীগের নেতৃত্বে সময়মতো নির্বাচন

খুলনা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের এখনো যথেষ্ট সময় রয়েছে। সময়মতো আওয়ামী লীগের নেতৃত্বে দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।

সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশাসনের কোনো লোক অন্যায় করলে পার পাবে না। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, অন্যায়কারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, জননিরাপত্তার জন্য যা যা করা দরকার তিনি করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছিল। এরপর আমরা অভিযান চালিয়ে তাদের দমন করতে সক্ষম হয়েছি। দেশের মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এটা সম্ভব হয়েছে। এদেশের মানুষ সন্ত্রাস পছন্দ করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি হাতিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত ঘুরে বেড়িয়েছি। ঘুরে ঘুরে দেখতে পেয়েছি দেশের কোনো মানুষ সন্ত্রাসের পক্ষে নয়। সবাই সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্কুল-কলেজ এমনকি কিন্ডারগার্ডেনের শিশুরাও সন্ত্রাসের বিরুদ্ধে বুকে প্লাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। সুতরাং এদেশে সন্ত্রাসীদের জায়গা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের এখনও যথেষ্ট সময় বাকি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই কাজ হবে। আশা করি যথাযথ সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, কেন্দ্রীয় নেত্রী মুন্নুজান সুফিয়ান এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্যা জালাল উদ্দিন, হাদীউজ্জামান হাদী, কামরুজ্জামান জামাল, মুন্সী মাহবুব আলম সোহাগ, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, হাফেজ মো. শামীম, নিমাই চন্দ্র রায়, যুবলীগ নেতা জামিল খান, ছাত্র লীগ নেতা এসএম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাস মেলার অনুষ্ঠানে যোগ দেন। সকালে তিনি দুবলারচর থেকে রওনা হয়ে দুপুর পৌনে একটায় খুলনা সার্কিট হাউজে পৌঁছান।