নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেই বলেই আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ দাবি করেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের কথা চিন্তা করে বলেই একদিকে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে, অন্যদিকে ১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নেয়। এর ফলে আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এজন্যই আমাদের দলের ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।