ইংল্যান্ডের ইনিংসের ৪৯তম ওভারের ঘটনা

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের ইনিংসের ৪৯তম ওভারের ঘটনা। রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের বলটি স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিতে ছুটলেন কিটন জেনিংস। ডিপ স্কয়ার লেগ থেকে বল ধরে থ্রো করলেন ভুবনেশ্বর কুমার।

কিন্তু বলটি এসে আঘাত করল লেগ আম্পায়ার হিসেবে দাঁড়িয়ে থাকা পল রেইফেলের মাথার পেছনে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন অস্ট্রেলিয়ান আম্পায়ার। তবে জ্ঞান হারাননি। ইংল্যান্ড দলের ফিজিও মাঠে এসে কিছুটা সেবা-শুশ্রূষা দিলেন তাকে। কিন্তু মাঠে আর থাকতে পারলেন না রেইফেল। তাকে নিয়ে যাওয়া হলো মাঠের বাইরে।

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের ঘটনা এটি।

রেইফেলের আঘাতটা কতটা গুরতর সেটা অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে তিনি আর মাঠে নামতে পারেননি। তার বদলে অন ফিল্ড আম্পায়ার হিসেবে ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে যোগ দিয়েছেন এই ম্যাচের থার্ড আম্পায়ার মারিস এরাসমাস। আর থার্ড আম্পায়ারের দায়িত্বে আছেন শামসউদ্দিন।