নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ড ক্রিকেটদলকে আন্তর্জাতিকমানের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নিরাপত্তাব্যুহ ভেদ করে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি রোড প্রোটেকশন দেওয়া হচ্ছে। খেলা চলাকালে স্টেডিয়াম থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সব ধরনের দোকান বন্ধ থাকবে। পুরো মাঠে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে আসা প্রতিনিধিদলের কথা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়েছে।’
মাঠে আসা দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো দাহ্য পদার্থ, ব্যাগ ও ছুরি নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যেন এ ধরনের কোনো কিছু না নিয়ে আসেন সেজন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সন্দেহভাজন লোকজনকে স্টেডিয়ামে প্রবেশের গেটে তল্লাশি করা হবে।’
তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেটদল।