নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
একই সঙ্গে বিষয়টি ১০ নভেম্বর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যানকে শর্তসাপেক্ষে ৪ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আহমেদ তাজউদ্দিনকে আগাম জামিন দিয়ে এই আদেশ দেন।
আদেশে বলা হয়, আদালত আত্মসমর্পণের দিন তাকে ২ কোটি টাকা জমা দিতে নির্দেশ দেন। পাশাপাশি প্রতি ২ মাস অন্তর ২ কোটি টাকা করে ব্যাংকে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এই শর্ত পূরণে ব্যর্থ হলে তার জামিন বাতিল হবে বলে আদেশে বলা হয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার ঋণ জালিয়াতির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।