ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রে হামলা, একে অন্যকে দায়ী করছে রাশিয়া ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রে আবারও মিসাইল হামলা হয়েছে। এ হামলার ঘটনায় একে অন্যকে দায়ী করছে রাশিয়া ইউক্রেন। পারমাণবিক কেন্দ্রকে হামলার কারণে অঞ্চলটিতে ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয়তা। খবর রয়টার্সের।

যুদ্ধ বিধ্বংস ইউক্রেন বলছে, আগে হামলার শিকার তিনটি রেডিয়েশন সেন্সর লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ান বাহিনী। মিসাইল হামলায় পারমাণবিক কেন্দ্রের বড় ধরনের ক্ষতি না হলেও সেখানে কর্মরত এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। তবে, ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে, পারমাণবিক কেন্দ্রটির প্রশাসনিক ভবন লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইউক্রেন বাহিনী।

উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ঝাপোরজিয়া। যুদ্ধের শুরুর দিকে এটি দখলে নেয় রুশ সেনাবাহিনী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, দখলকৃত অঞ্চলগুলোয় গণভোট রাখা হলে রাশিয়ার সাথে কোনো শান্তি আলোচনা হবে না।

জেলেনস্কি বলেন, সার্বভৌমত্ব ইস্যুতে একই অবস্থানে রয়েছি আমরা। ইউক্রেনের একখণ্ড ভূমিও ছাড় দেয়া হবে না। আর রাশিয়া যদি দখলকৃত অঞ্চলে গণভোট আয়োজনের চিন্তাভাবনাও করে সেটা হবে বড় ভুল। ইউক্রেন ও আন্তর্জাতিক মহল তাদের সাথে সংলাপে বসবে না। এমনকি বন্ধ হয়ে যাবে শান্তি-সমঝোতার সব পথ।