ইউক্রেন থেকে ফিরেছে ১৮৩ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকা পড়ছে ভারত-বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা। যুদ্ধে এরেইমধ্যে প্রাণ হারিয়েছে এক ভারতীয় শিক্ষার্থী ও আহত হয়েছে আরও একজন। এই পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে ভারত। নাগরিকদের ফিরিয়ে আনতে কাজ করছে ভারতের অপারেশন গঙ্গার প্রতিধিনিরা। ইউক্রেন থেকে সর্বশেষ ১৮৩ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।

রবিবার (৬ মার্চ) মাঝেই আরো দুই হাজার দুইশত ভারতীয় শিক্ষার্থী নিরাপদে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন ভি কি সিং। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকা থেকে ভারতীদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অপারেশন গঙ্গা টিম। নিজ ভেরিফাইড টুইটারে একাউন্ট হ্যাশট্যাগ অপারেশন গঙ্গা লিখে এসব তথ্য জানান তিনি।

স্থানীয় সময় শনিবার কিয়েভে ভারতীয় দূতাবাস দাবি করে যে ইউক্রেনের পিসোচিন শহর থেকে সব নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

ভি কে সিং শিক্ষার্থীদের উদ্ধার করতে বিশেষ অভিযানে এখন ইউরোপে অবস্থান করছেন। অপারেশন গঙ্গায় যে চার মন্ত্রীকে পাঠানো হয়েছে, জেনারেল ভি কে সিং তার অন্যতম।

রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডের সীমান্তে পৌঁছেছে ভারতের একাধিক প্লেন। ছাত্রছাত্রীদের যেভাবেই হোক সীমান্ত পর্যন্ত পৌঁছানোর কথা বলা হচ্ছে। জানা গেছে, এ পর্যন্ত রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়।

সূত্র: এনডিটিভি