
রেজাউর রহমানঃ আজ ৬ষ্ঠ দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। পুতিন বাহিনীর একের পর এক হামলায় অনেকটা কোণঠাসা ইউক্রেন। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে রাশিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা আর অবরোধ আসছে ইইউ দেশগুলো ও যুক্তরাষ্ট্র। তাতেও যেন কোন প্রকার থামানো যাচ্ছে না ভ্লাদিমির পুতিনকে।
এ যুদ্ধের শুরু কেন?
রাশিয়া মনে করে তাদের দেশের নাগরিকদের রক্ষায় তারা এ যুদ্ধে অংশ নিয়েছে। ভ্লাদিমির পুতিনের অভিযোগ, ন্যাটোকে বার বার বলা হয়েছে যেন তারা ইউক্রেনকে ন্যাটোভূক্ত না করে। কিন্তু তারা শুনেনি উলটো একের পর এক হুমকি দিয়ে আসছিল। পুতিন ন্যাটোদের বেঈমান আখ্যা দিয়ে বলেন, ন্যাটো অনেক আগে থেকে বিভিন্ন দেশকে ন্যাটোর অন্তভূক্ত করেছে, যার বিরোধীতা আমরা করেছিলাম কিন্তু তা শোনেনি। তারা বার বার রাশিয়ার সাথে প্রতারণা করেছে।
অন্যদিকে যুদ্ধের আগে থেকে আলোচনার কথা বলে আসছিল পশ্চিমরা। আবার অন্যদিকে ইউক্রেন সীমান্তে যুদ্ধের আশঙ্কায় সেনা বাড়াতে থাকে ন্যাটো ও রাশিয়া। যা যুদ্ধের বারুদকে আরো তাজা করেছে বলে মনে করে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্ট-পাল্টি হুমকি ও অভিযোগ চলতে থাকে তার মাঝেই। এরপর যুক্তরাষ্ট্র জানায়, যেকোন সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী আর তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল রাশিয়া। বাইডেনের সেই আশঙ্কা সত্যি করে গেল শুক্রবার ইউক্রেন আক্রমণ করে বসে রাশিয়া।
পারমাণবিক বোমা হামলার ঝুঁকি আসলে কতটা
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমানবিক অস্ত্রকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছেন। তবে এর মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছে সেটি পুরোপুরি পরিষ্কার না।
ব্রিটেনের কর্মকর্তারা বলছেন সতর্কতার মাত্রা সম্পর্কে মিস্টার পুতিন যা বলেছেন সেটি তাদের বোধগম্য হচ্ছে না।
কেউ কেউ বলছেন মিস্টার পুতিন আসলে সবচেয়ে কম যে সতর্কতার মাত্রা ‘কনস্ট্যান্ট’ সেখান থেকে পরবর্তী ধাপ ‘এলিভেটেড’ অর্থাৎ সামরিক ডেঞ্জার বা বিপদ পর্যায়ে উত্তরণের কথা বলেছেন।
তবে এটিও নিশ্চিত নয়। প্রতিটি পদক্ষেপ অস্ত্র প্রস্তুত করার কার্যক্রম বৃদ্ধি করে।
কেউ কেউ মনে করেন এটি আসলে যতটা না পারমানবিক অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যের চেয়ে জনমনে একটি বার্তা দেয়ার চেষ্টা।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইঙ্গিত দিয়েছেন যে মিস্টার পুতিনের ঘোষণা বাগাড়ম্বর বলেই তার কাছে মনে হয়েছে।
কিন্তু এর মানে এই নয় যে এ নিয়ে কোন ঝুঁকিই নেই।
এটা কী নতুন কোন সতর্কতা ছিলো?
গত সপ্তাহে মিস্টার পুতিন সতর্ক করে বলেছেন কোন দেশ যদি রাশিয়ার পরিকল্পনায় কোন হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তাদের এমন পরিণতির মুখে পড়তে হবে যে পরিস্থিতি আগে কখনো তারা মোকাবেলা করেনি।
মোটা দাগে অনেকে মনে করছেন এটি আসলে নেটোকে উদ্দেশ্য করে বলা হয়েছে যাতে করে ইউক্রেন সংকটে তারা জড়িত না হয়।
নেটো অবশ্য এর মধ্যেই পরিষ্কার করেছে যে তারা সেটি করবে না, কারণ তারা জানে এটা তাদের সরাসরি রাশিয়ার সাথে দ্বন্দ্বে জড়িয়ে ফেলতে পারে যা সংঘাতকে পারমাণবিক যুদ্ধে নিয়ে যেতে পারে।
তবে এ সতর্কটা ছিলো অনেক বেশি সরাসরি ও প্রকাশ্য।
কেন এ নতুন সতর্কতা
মিস্টার পুতিন বলেছেন তার পদক্ষেপ ‘আগ্রাসী বিবৃতির’ জবাব। সোমবার ক্রেমলিন বলেছেন বিবৃতি বলতে পশ্চিমা কর্মকর্তাদের বক্তব্যগুলোকে বোঝানো হয়েছে। যার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন যিনি ন্যাটোর সাথে সম্ভাব্য সংঘর্ষ বা সংঘাতের কথা বলা হয়েছিলো।
পশ্চিমা কর্মকর্তাদের বিশ্বাস ইউক্রেন নিয়ে মিস্টার পুতিনের ভুল হিসেবনিকেশ থেকেই নতুন সতর্কতাটি এসেছে।
তিনি হয়তো ইউক্রেন থেকে কী ধরণের প্রতিরোধ আসবে সেটি ঠিক মতো বুঝে উঠতে পারেননি। এবং পশ্চিমারা ঐক্যবদ্ধ হয়ে নিষেধাজ্ঞা দিবে -এটিও তিনি ধারণা করতে পারেননি।
একজন ব্রিটিশ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেছেন, “এটি রাগ, হতাশা ও অসন্তোষের লক্ষণ”।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন এটি আসলে যুদ্ধকে জায়েজ করে নিতে মিস্টার পুতিনের একটি চেষ্টা মাত্র যার মাধ্যমে তিনি আক্রমণকারী নন এমনটি দাবি করার চেষ্টা করছেন।
তবে এভাবে চিন্তা করলে পারমাণবিক সতর্কতা আসলে নিজের দেশের জনগণকে দেয়া একটি বার্তা।
আর অন্য দিক থেক দেখলে মনে হয় যে মিস্টার পুতিন ইউক্রেনের মানুষকে সামরিক সহায়তা দেয়া নিয়ে পশ্চিমা পরিকল্পনা নিয়ে মূলত উদ্বিগ্ন।
তার আরেকটি উদ্বেগের কারণ হলো নিষেধাজ্ঞা। যেটি তিনি তার ঘোষণাতেও বলেছেন যে অসন্তোষ তৈরি করে তার সরকারকে উৎখাতের জন্যই এটি করা হয়েছে।
সার্বিকভাবে বিষয়টি হলো নেটোর প্রতি একটি সতর্কবার্তা।
ঝুঁকিগুলো কী?
মিস্টার পুতিনের হুমকিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছার পরিবর্তে সতর্কতা মনে করা হয় তাহলেও সেখানে যদি কোন পক্ষ অপর পক্ষকে ভুল বোঝে তাহলে একটি ভুল হিসাবনিকাশের ঝুঁকি থেকে যায়।
একটি উদ্বেগ হলো মিস্টার পুতিন ‘একা হয়ে গেছেন’ এবং ধরাছোঁয়ার বাইরে। অল্প কয়েকজন উপদেষ্টা তাকে সত্যিটা জানাতে পারেন।
অনেকের ভয় যে তিনি কখন কোন সিদ্ধান্ত নেন সে সম্পর্কে ধারণা করা কঠিন। আবার অনেকের আশা যে তিনি যদি সবার কাছ থেকে খুব দূরে সরে যান তাহলে নীচের দিকে তার চেইন অব কমান্ড তার আদেশ বাস্তবায়নে অনীহাও দেখাতে পারে।
সব মিলিয়ে একটি পারমাণবিক সংঘাতের সম্ভাবনা কিছুটা বাড়লেও প্রকৃত অর্থে এটি এখনও অনেক কম।
পশ্চিমাদের প্রতিক্রিয়া কেমন?
পশ্চিমা সরকারগুলো খুব সতর্ক যেন হম্বিতম্বি হোক আর কাজেই হোক পরিস্থিতির যেন অবনতি না হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিজস্ব প্রতিরক্ষা সতর্ক ব্যবস্থা আছে যেটি ডেফকন নামে পরিচিত। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন তাদের সতর্কতার মাত্রা পরিবর্তন করার কোন কারণ নেই।
সাগরে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রসহ সাবমেরিন আছে কিন্তু তারাও এসব নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না।
মনে হচ্ছে তারাও রাশিয়ার বিবৃতিতে গুরুত্ব দিয়ে উত্তেজনা বাড়াতে চান না ।
পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এটা এখন কোন পারমাণবিক সংকট না এবং সেটি হওয়াও উচিত হবে না।
পশ্চিমারা কি জানে যে রাশিয়া কী করছে?
যুক্তরাজ্যে প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে বলেছেন যে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের অবস্থানের কোন পরিবর্তন তাদের চোখে পড়েনি।
তবে এটি যে খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে গোয়েন্দারা সেটি নিশ্চিত করেছেন।
স্নায়ুযুদ্ধের সময় মস্কোর কর্মকাণ্ড নজরদারির জন্য ব্যাপক গোয়েন্দা কার্যক্রমের সূচনা হয়েছিলো।
স্যাটেলাইট, ইন্টারসেপটেড কমিউনিকেশনস এবং অন্য সূত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
যার অনেকগুলোই বহাল আছে এবং পশ্চিমারা রাশিয়ার কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে যাতে কোন পরিবর্তন আসলে সেটি তাদের চোখে পড়ে।
তবে আপাতত তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না।