নিজস্ব প্রতিবেদক : ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির ঐতিহ্যের পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। গত ২৮ নভেম্বর ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সাংস্কৃতিক ঐতিহ্যের ১১তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অধিবেশনে সভাপতিত্ব করেন ইথিওপিয়ার রাষ্ট্রপতি মুলাতু তেসহোম। এই অধিবেশনে আরো কয়েকটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হয়।
এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের একটি সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে যাবে বলে মনে করছেন অনেকে।
এর আগে ২০০৯ সালে বাংলাদেশের বাউল সংগীত ও ২০১৩ সালে দ্য আর্ট অব জামদানি উইভিং ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়।