ইউপি নারী সদস্যদের অধিকার চাইলেন সংসদ ইন্দিরা

সংসদ প্রতিবেদক : ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্যরা যাতে নাগরিকত্ব সনদ দিতে পারেন, সেই অধিকার চাইলেন সরকারি দলের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সম্পূরক প্রশ্নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে তিনি এই দাবি জানান।

সম্পূরক প্রশ্নে ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, ‘১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে নারীদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে তৃণমূলে তাদের ক্ষমতায়ন করেছেন। যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

বর্তমানে স্থানীয় সরকার পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা কাউকে নাগরিকত্বের সার্টিফিকেট দিতে পারেন না। কিন্তু পুরুষ সদস্যরা নাগরিকত্বের সার্টিফিকেট দিতে পারেন। যেখানে পুরুষ সদস্যরা একটি মাত্র ওয়ার্ডে প্রতিযোগিতা করে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হন। আর মহিলা সদস্যরা তিনটি ওয়ার্ডে তিন গুণ এলাকা নিয়ে প্রতিযোগিতা করে নির্বাচিত হন। তাহলে কেন ও কি কারণে মহিলা সদস্যদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হল এবং তাদেরকে এই নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার অধিকার ফিরিয়ে দেয়া হবে কি না।’

এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার কাছে পরিস্কার না। কারণ, এ রকম বৈষম্যমূলক আইন হওয়ার কথা নয়। মাননীয় সংসদ সদস্য বলেছেন, মহিলা সদস্যরা তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হন এবং তারা নাগরিকত্ব সার্টিফিকেট দিতে পারবেন না এটা কিন্তু আমার নজরে এখনো আসে নাই। আমি বিষয়টি খুব তাড়াতাড়ি অফিস খুললেই দেখবো এবং এর বিহিত ব্যবস্থা নেবো।’