ইকবাল সোবহানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীর দায়ের করা মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিকরা।

খুলনা প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।

খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব। বক্তৃতা করেন খুলনার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন বলেন, ফেনীর নিজাম হাজারী, নারায়ণগঞ্জের শামীম ওসমান, রাজশাহীর এনামুল হকসহ মাদকের গডফাদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করলে খুলনার সাংবাদিক সমাজ খুলনা থেকে বৃহত্তর আন্দোলন ঘোষণা করবে।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, মকবুল হোসেন মিন্টু, বিএফইউজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সাহেব আলী, ফারুক আহমেদ, শেখ আবু হাসান, কেউজের সহ-সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মুন্সী মাহবুবুল আলম সোহাগ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিছুজ্জামান, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।